Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


হোসেনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

জরুরী যোগাযোগের জন্য চেয়ারম্যান - 01737933192, ইউপি প্রশাসনিক কর্মকর্তা - 01724623408, হিসাব সহকারী-কাম-সিও - 01518946964


শিরোনাম
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জরুরী নোটিশ
বিস্তারিত

এতদ্বারা হোসেনপুর ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে আবশ্যিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রারে নাম অন্তর্ভূক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

 

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নিম্নলিখিত কাগজপত্রসমূহ সাথে আনতে হবেঃ

চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি।

পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।

একটি সচল মোবাইল ফোন (জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন করার সময় আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি দিয়ে নিবন্ধনটি সম্পন্ন করতে হবে)। সূত্রঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ( https://bdris.gov.bd )

 

অনুরোধক্রমে

 

বিষ্ণুপদ কর্মকার

সচিব

হোসেনপুর ইউনিয়ন পরিষদ

পলাশবাড়ী,গাইবান্ধা।

 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/04/2023
আর্কাইভ তারিখ
30/06/2023